ওহাবী কিতাবে নুরের প্রমাণ


সুন্নীরা কি সত্য গোপনকারী? 

আমরা সুন্নিরা নবীজীকে নূরের তৈরি বললে দেওবন্দী হুজুরেরা রাগ করেন। আমি যে কিতাবটির ছবি দিয়েছি এটি কওমী আলেমদের একজন অন্যতম তাফসিরকারক মাওলানা আমিনুল ইসলাম সাহবের "নূরে নবী (দ.)" নামক একটি গ্রন্থ। রাসূল (দ.) নূরের তৈরি বলে তিনি এটির নাম এমনটি করেছেন। তার পরিচয় বইয়ের শুরুর পৃষ্ঠায় দেয়া আছে। তিনি তাফসিরে নুরুল কোরআনের লেখক। তিনি এ গ্রন্থে রাসূল (দ.) এর নূর মোবারক সর্ব প্রথম সৃষ্টি বিষয়ে একটি পরিচ্ছেদ কায়েম করেন এবং জাবের (রা.) এর হাদিসটি সংকলন করে নিজে স্বীকার করলেন পুরো বিষয়টি। অথচ তার অনুসারীরা এটি আজ অস্বীকার করেই চলছে। আল্লাহ আমাদেরকে এই ধোঁকাবাজ থেকে হিফাযত করুন। আমিন।


Comments